হেলথ সেন্টার গড়ল পুরসভা

নবম কেন্দ্রটি চালু হওয়ার অপেক্ষায়। পুরসভার লক্ষ্য, ১০ জুলাইয়ের মধ্যেই আরও ৫ থেকে ৭টি এই ধরনের স্বাস্থ্যকেন্দ্র চালু করা।

Must read

প্রতিবেদন : মহানগরীতে কলকাতা পুরসভার স্বাস্থ্য পরিষেবাকে এক বিশেষ মাত্রা দিচ্ছে অত্যাধুনিক স্যাটেলাইট হেলথ সেন্টার। শহরের প্রতি ১৫০০০ মানুষের জন্য গড়ে উঠছে একটি করে স্যাটেলাইট হেলথ সেন্টার। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, ৮টি স্যাটেলাইট সেন্টার ইতিমধ্যেই মানুষের সেবায় উৎসর্গ করা হয়েছে। নবম কেন্দ্রটি চালু হওয়ার অপেক্ষায়। পুরসভার লক্ষ্য, ১০ জুলাইয়ের মধ্যেই আরও ৫ থেকে ৭টি এই ধরনের স্বাস্থ্যকেন্দ্র চালু করা।

আরও পড়ুন-নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন

এই আধুনিক স্বাস্থ্যকেন্দ্রের তাৎপর্য ব্যাখ্যা করে অতীন ঘোষ বললেন, পুরসভার যে কোনও স্বাস্থ্যকেন্দ্রে যা যা চিকিৎসা এবং স্বাস্থ্যপরীক্ষার সুযোগ মেলে তার সবকিছু তো পাওয়া যাবেই, স্যাটেলাইট হেলথ সেন্টারে পাওয়া যাবে আরও আধুনিক যন্ত্রপাতি এবং ওষুধের দৌলতে কিছু বিশেষ ধরনের পরিষেবা। লক্ষণীয়, এই কেন্দ্রগুলিতে হার্ট, লাং, লিভার এবং কিডনির চিকিৎসার জন্য নানারকম দামি ওষুধও মিলছে একেবারে বিনামূল্যে। স্বাভাবিকভাবেই স্যাটেলাইট হেলথ সেন্টারকে কেন্দ্র করে উদ্দীপনা বাড়ছে শহরের বাসিন্দাদের।

Latest article