প্রতিবেদন : কল্লোলিনী কলকাতাকে জঞ্জালমুক্ত করতে নয়া অভিযান শুরু করেছে পুরসভা। সুনির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে-সেখানে ময়লা ফেললেই করা হচ্ছে জরিমানা। ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। গলি থেকে রাজপথে নিরন্তর টহল দিচ্ছে পুরকর্মীদের বিশেষ টিম। বিশেষ নজরদারি চলছে শহরের বাজারগুলিতে। কারণ, বিভিন্ন বাজার এলাকাতেই আইন ভেঙে জঞ্জাল ফেলার প্রবণতা বেশি। আইন ভাঙলেই জরিমানা। শুধু জরিমানা নয়, হতে পারে জেলও।
আরও পড়ুন-বিজেপির ভ্রান্তনীতির জবাব দেবে বাংলার মানুষ
এ বিষয়ে গণচেতনা জাগাতে ইতিমধ্যেই শহরজুড়ে প্রচারাভিযানও শুরু করেছে পুরকর্তৃপক্ষ। মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানালেন, আইন ছিলই। এবারে তার প্রয়োগ আরও জোরদার করা হচ্ছে। সুস্থ পরিবেশের স্বার্থেই এই পদক্ষেপ। জঞ্জাল বিভাগের নিখুঁত ব্যবস্থাপনায় এখন সঠিক সময়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে জঞ্জাল সংগ্রহের গাড়ি। দেওয়া হয়েছে নীল এবং সবুজ বালতিও। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে, একশ্রেণির নাগরিক যেখানে সেখানে যখন তখন ময়লা-আবর্জনা ফেলছেন। এ জিনিস মোটেই চলতে দেওয়া যায় না। পুরসভার বিশেষ টিম সেই কারণেই এখন পথে নেমেছে।
আরও পড়ুন-রাম-বাম চক্রান্ত করে হাত মিলিয়েছে বাংলায়
নিয়মিত নজরদারি চালাচ্ছে। অনিয়ম দেখলেই প্রথমে নোটিশ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট নাগরিক কিংবা বাড়ির বাসিন্দাকে। সমন করা হচ্ছে বিশেষ পুর আদালতেও। তারপরে জরিমানার পালা। হতে পারে জেলও। জরিমানার অঙ্ক ৫০ টাকা থেকে ৫০০ টাকা। ইতিমধ্যেই ১০০০ জনের বেশি নাগরিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। মেয়র পারিষদের আশা, পুরসভার এই কড়া পদক্ষেপে সুফল মিলবে অচিরেই।