সাতদিনই খোলা পুরসভা

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : সদ্য দায়িত্ব নিয়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের নতুন চেয়ারম্যান প্রসেনজিৎ কর। দায়িত্ব নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন পরিষেবা দেবার কাজে। তাই রবিবার ছুটির দিনেও খোলা রাখছেন পুরসভা। করোনার পাশাপাশি থাবা বসিয়েছে ডেঙ্গু। তাই সতর্ক নজর রাখছে আলিপুরদুয়ার পুরসভা। যদিও আলিপুরদুয়ার পুর এলাকায় গত চার বছর ধরে ব্যাপকভাবে ডেঙ্গু থাবা বসতে পারেনি।

আরও পড়ুন : রেলে কর্মসংকোচন, বিক্ষোভ

তবুও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না পুরসভা। চলছে আবর্জনা ও ড্রেন সাফাই। যেসব জায়গায় জল জমে থাকে সেখানে দু’লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছে মশার লার্ভা নষ্ট করতে। এ ছাড়াও যে কোনও কাজেই মানুষ চাইলে রবিবার দিনও আসতে পারেন পুরসভায়। পুরপ্রশাসক তাঁর জন্য বরাদ্দকৃত গাড়িটি ফিরিয়ে দিয়ে, নিজের মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। সমস্যা জেনে নিয়ে সমাধান করার উদ্যোগ নিচ্ছেন দ্রুত। এই বিষয়ে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, ‘‘আমরা পুর এলাকার মানুষকে পরিষেবা দিতে দায়িত্ব পেয়েছি, কীভাবে তা সঠিক ভাবে করা যায়, তার চেষ্টা আমরা সর্বদা করে চলেছি।”

Latest article