দুঃস্থ, বয়স্কদের প্রতিমা দর্শন ও মধ্যাহ্নভোজের আয়োজনে পুরসভা

Must read

মানস দাস, মালদহ : কোভিড পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। কোভিডকালে এলাকার দুঃস্থ মানুষের পাশে থেকে ইংরেজবাজার পুরসভা দুঃস্থ ও বয়স্ক মানুষদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিল। পুর এলাকার ৩০০ দুঃস্থ ও বয়স্ক মানুষের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। পুর প্রশাসক সুমালা আগরওয়াল সমস্ত বিষয়টি তদারকি করেন। এর পর তাঁদের শহরের গুরুত্বপূর্ণ ক্লাবগুলির প্রতিমা দর্শন করানো হয়।

আরও পড়ুন-সপ্তমীতেই সিঁদুর খেলায় মাতেন বধূরা

শারদ উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়। প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই উন্নয়ন ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সুমালা আগরওয়াল। পুজোয় তাঁর নেওয়া এই উদ্যোগে পুরবাসী, বিশেষত এলাকার দুঃস্থ ও বয়স্ক নাগরিকরা খুশি। সুমালা আগরওয়াল জানান, এলাকার ৩০০ মানুষকে ঠাকুর দেখানো, খাওয়ানোর পাশাপাশি পুজো উপহারও দেওয়া হয়েছে।

Latest article