নয়াদিল্লি: ফসল বিমা দুর্নীতির পরে এবারে প্রধানমন্ত্রী কৌশল যোজনাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড় ও রাজস্থানে এই প্রকল্প নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। বেকারদের প্রশিক্ষণ দেওয়ার নামে কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। দিন দুয়েক আগেই সামনে এসেছিল প্রধানমন্ত্রী ফসল বিমা সংক্রান্ত দুর্নীতির তথ্য, যেখানে লাখ লাখ টাকা বিমার ক্লেইম করলেও দেশের অন্নদাতাদের কপালে জুটছে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ক্ষতিপূরণ৷
আরও পড়ুন-আমেদাবাদের বিমান দুর্ঘটনায় কোনওভাবেই দায়ী নন পাইলট
এখানেই থামেনি দুর্নীতির উদাহরণ৷ এবার দুর্নীতির তালিকায় সংযোজন প্রধানমন্ত্রী কৌশল যোজনা। সর্বশেষ পাওয়া তথ্যে জানা যাচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড় ও রাজস্থানের মতো গেরুয়া রাজ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পে দুর্নীতি চরমে উঠেছে৷ এই প্রকল্পে বরাদ্দকৃত ১৫৩৮ কোটি টাকার একটা বড় অংশেরই কোনও সঠিক হিসেবে নেই। দেখা যাচ্ছে এই প্রকল্পের নামে সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে যোগীরাজ্যে। বেগতিক দেখে ১৭৮টি প্রশিক্ষণ কেন্দ্র ও পার্টনারদের ব্ল্যাক লিস্টেড করেছে মোদি সরকার৷

