দুর্নীতি, বাতিল রেলের পরীক্ষা

Must read

প্রতিবেদন: ভারতীয় রেলের আবার মুখ পুড়ল৷ নিয়োগ পরীক্ষায় (railway exams) দুর্নীতির অভিযোগ কার্যত মেনে নিল রেল। বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল সেন্ট্রাল রেলের গ্রুপ সি-র পরীক্ষা। প্রশ্ন ফাঁসকে ঘিরে তোলপাড় গোটা রেল মন্ত্রক৷ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার আগে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হয়েছে, মোটা টাকায় প্রশ্ন বিক্রি করে৷ এই ঘটনার তদন্তে নেমে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার করা হয়৷ তাদের থেকে উদ্ধার হয় নগদ দেড় কোটি টাকা৷ এর পরেই মুখ বাঁচাতে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ভারতীয় রেল৷ রাতারাতি সেন্ট্রাল রেলের গ্রুপ সি-র পরীক্ষা বাতিলের কথা জানানোর পাশাপাশি রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে রেলের সর্বস্তরের যাবতীয় নিয়োগ পরীক্ষার আয়োজনের ভার তুলে দেওয়া হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি-র হাতে৷ এবার থেকে রেলের সব বিভাগীয় পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটির মাধ্যমে আয়োজন করা হবে, জানানো হয়েছে রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে৷ নিয়োগ পরীক্ষায় দুর্নীতি এবং জালিয়াতি রোখার জন্যই এই পদক্ষেপ, দাবি জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে৷

আরও পড়ুন-আমেরিকায় মৃত্যু ভারতীয় পড়ুয়ার

Latest article