যোগীরাজ্যে সরকারি আবাসন নির্মাণেও দুর্নীতি?

বলছে সরকারি তথ্যই। রাজধানী লখনৌ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত খারাপ গুণমানের জিনিসপত্র দিয়ে তৈরি হাজার হাজার সরকারি ফ্ল্যাট বিক্রি হচ্ছে না

Must read

প্রতিবেদন: আবাসন নির্মাণেও যোগীরাজ্যের দুর্নীতির ছাপ স্পষ্ট। বলছে সরকারি তথ্যই। রাজধানী লখনৌ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত খারাপ গুণমানের জিনিসপত্র দিয়ে তৈরি হাজার হাজার সরকারি ফ্ল্যাট বিক্রি হচ্ছে না৷ বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও এই ফ্ল্যাট গুলির কোনও ক্রেতা খুঁজে পাচ্ছে না উত্তরপ্রদেশ সরকার৷ এর জেরই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার৷ ফ্ল্যাট তৈরির পিছনে বিনিয়োগ করা সরকারি কোষাগারে শত শত কোটি টাকা উঠবে কি করে, তা অনিশ্চিত বুঝতে পেরেই চূড়ান্ত ব্যাকফুটে যোগী সরকার৷ কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে, তা ভেবে কূল কিনারা মিলছে না কিছুতেই৷ যে সব সরকারি আবাসন তৈরিতে খারাপ নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেখানে সরকারি তদন্তকারী দল পাঠানোর পরে দেখা গিয়েছে অভিযোগ সত্য৷ এর পরেই বেড়েছে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা৷

আরও পড়ুন-নেত্রীর ডাকে মেগা সভায় যোগ দিতে বুধেই জেলা থেকে শহরে নেতৃত্বের ঢল

উত্তরপ্রদেশের সরকারি সূত্রের দাবি, যে সব সরকারি আবাসনের ফ্ল্যাট অবিক্রিত হয়ে পড়ে আছে তার মধ্যে লখনৌ ডেভেলপমেন্ট অথরিটির ফ্ল্যাটের সংখ্যা প্রায় ২০০০৷ উত্তরপ্রদেশ হাউজিং বোর্ডের আওতায় নির্মিত অবিক্রিত সরকারি ফ্ল্যাটের সংখ্যা ১১৫০০-র বেশি৷ একইরকমভাবে লখনৌ উন্নয়ন পর্ষদের উদ্যোগে নির্মিত অবিক্রিত সরকারি ফ্ল্যাটের সংখ্যা ১৪০০-র বেশি৷ রাজধানী দিল্লি লাগোয়া গাজিয়াবাদে ফ্ল্যাট ও জমির দাম মারাত্মক বেশি৷ সেখানেও তুলনামূলক কম দামে কেউ উত্তরপ্রদেশ সরকারের তৈরি ফ্ল্যাট কিনতে নারাজ৷

Latest article