প্রতিবেদন : রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতির জেরে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) খাতে খরচ বাড়ল রাজ্য সরকারের। সম্প্রতি এ-সংক্রান্ত যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে একলাফে এই খাতে খরচ অনেকগুণ বেড়েছে। পরিসংখ্যান বলছে, গত ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকা। যা অন্যান্য সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা বেশি। ওই সময়সীমার মধ্যে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ করেছে রাজ্য। এর কারণ, জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতি, এমনই মনে করছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। হাতে আসার পর এই তথ্য রাজ্য স্বাস্থ্য দফতর নবান্নে জমা দিয়েছে। মনে করা হচ্ছে, কর্মবিরতির জেরে সরকারি হাসপাতালে পরিষেবা না পেয়ে অনেক রোগীই বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন। ফলে খরচ বাড়ছে রাজ্য সরকারের। শহরের বেসরকারি হাসপাতালগুলি থেকে পাওয়া বিলেই এই তথ্য উঠে আসছে। রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানে চিন্তিত স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারা। এখন কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বাড়তি খরচের দিকটি কীভাবে কোনদিক থেকে সামাল দেওয়া হবে তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে সরকারি স্তরে।
আরও পড়ুন- সঙ্কটে শিক্ষাব্যবস্থা, যোগীরাজ্যে সরকারি স্কুল থেকে বেপাত্তা লক্ষাধিক পড়ুয়া