বঙ্গ

স্বাস্থ্যসাথী কার্ডের রেটেই দিতে হবে খরচ, বিদেশিদের চিকিৎসায় নয়া গাইডলাইন

প্রতিবেদন : একেবারে বিনামূল্য নয়, এবার বাংলায় চিকিৎসা করাতে ন্যূনতম খরচ দিতে হবে বিদেশিদের। নয়া গাইডলাইন প্রকাশ করে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। দফতরের প্রধানসচিব নারায়ণ স্বরূপ নিগম এই একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানান। স্বাস্থ্যসাথী কার্ডের রেটেই বিল মেটাতে হবে তাঁদের। তবে, সরকারি কাজে যে বিদেশি নাগরিকরা এদেশে এসে চিকিৎসা পরিষেবা নেবেন, তাঁদের চিকিৎসা হবে বিনামূল্যেই।

আরও পড়ুন-আবেদনে শীর্ষে লক্ষ্মীর ভাণ্ডার

বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, অসমের মতো প্রতিবেশী রাজ্যের পাশাপাশি নেপাল, ভুটান, বাংলাদেশের মতো দেশ তো বটেই, এমনকী, কাজাকিস্তান, আইসল্যান্ড, জিব্রাল্টারের মতো দেশ থেকেও বিনামূল্যে সরকারি চিকিৎসা পেতে বাংলায় আসছেন রোগীরা। এর জেরে অতিরিক্তি বোঝা চাপছে স্বাস্থ্য দফতরের ঘাড়ে। এই কারণেই বিদেশি রোগীদের চিকিৎসায় নয়া গাইডলাইন প্রকাশ করল রাজ্য। সরকারি হাসপাতালের উপাধ্যক্ষ অথবা সহ উপাধ্যক্ষর দায়িত্বে চিকিৎসা হবে। স্বাস্থ্যসাথী রেটে চিকিৎসার খরচ দিতে হবে রোগীকে। যেসব সরকারি হাসপাতালে প্রাইভেট, স্পেশ্যাল কেবিনের ব্যবস্থা আছে বিদেশি নাগরিক সেইসব সুযোগ পাবেন। তবে এই বাবদ খরচ দিতে হবে। হাসপাতাল থেকে এই খরচের অর্থ স্বাস্থ্য দফতরকে পাঠাতে হবে।

আরও পড়ুন-রেল ও বন একযোগে কাজ করবে, বসবে আধুনিক প্রযুক্তি, রেললাইনে হাতিমৃত্যু ঠেকাতে বৈঠক

প্রসঙ্গত, পিজি’র অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদেশি নাগরিকদের চিকিৎসা সংক্রান্ত কমিটি গঠন হয়। কমিটির অন্য সদস্যরা হলেন স্বাস্থ্যকর্তা সুপর্ণা দত্ত ও অশ্বিনীকুমার মাজি, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা শুভ্রাংশু চক্রবর্তী এবং অতিরিক্ত স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুমন ভট্টাচার্য। তাঁরাই আলোচনা করে স্থির করছেন, আগামী দিনে এ রাজ্যে বিদেশি রোগীদের ক্ষেত্রে চিকিৎসার নীতি কী হবে।বিদেশি রোগীর চিকিৎসা সংক্রান্ত নীতির তৈরিতে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। সবমিলিয়ে নিঃসন্দেহে এ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্যের।

আরও পড়ুন-সিএবির লাইফটাইম খেতাব নিয়ে নজির, দু‘লাখের চেক রাজু মালিদের দিলেন

বিদেশি নাগরিক রাজ্যের কোনও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করতে হবে। স্বাস্থ্যসাথীর রেট চার্ট মেনে বিদেশি নাগরিককে চিকিৎসার খরচ দিতে হবে। বেড ভাড়া, অপারেশনের খরচ হবে স্বাস্থ্যসাথীর রেট চার্ট অনুযায়ী। সেই রোগী সম্পর্কে যাবতীয় তথ্য কলকাতায় সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাসে জানাতে হবে। হাসপাতালের এইচএমএসআর পোর্টালে রোগীর পাসপোর্ট, ভিসা-সহ যাবতীয় তথ্য আপলোড করতে হবে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

37 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago