সংবাদদাতা, বারাসাত : লক্ষ্য এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা। তাই ঝাঁটা হাতে রাস্তার আবর্জনা পরিষ্কারের নামলেন সপারিষদ পুরপ্রধান। শুক্রবার সকালে বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় কাউন্সিলদের নিয়ে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত যশোর রোডের পাশের আবর্জনা পরিষ্কারের কাজে নামেন। আগামী দিনে উত্তর ২৪ পরগনার জেলাসদর পরিষ্কারে এভাবেই লাগাতার কাজ করা হবে বলেও আশ্বাস দেন পুরপ্রধান।
আরও পড়ুন-পরের বছরই মোহনবাগান মাঠে ফিরছে ঘরোয়া লিগ
শুধু পরিষ্কারই নয়, পুনরায় যাতে কেউ রাস্তায় বা রাস্তার পাশে নোংরা না ফেলে, তার জন্য যেমন পুরবাসীকে সচেতন করা হবে, পাশাপাশি বাড়ানো হবে নজরদারি। ফল না মিললে আগামী দিনে জরিমানার পথেও হাঁটতে বাধ্য হবে পুরসভা। এদিন পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পুরপিতা অভিজিৎ নাগচৌধুরি, দেবব্রত পাল, ডাঃ বিবর্তন সাহা সহ পুর আধিকারিকরা। সুনীল মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের সেবায় কাজ করে চলেছেন। দল আমাকে পুনরায় দায়িত্ব দিয়েছে। দলের একনিষ্ঠ কর্মী হিসেবে বারাসাতবাসীর সেবায় আজ পথে নেমেছি।

