পুর-প্রশাসকের ‘গুড মর্নিং’-এ ভাঙছে ঘুম

Must read

সংবাদদাতা, কোচবিহার : পুর-পরিষেবায় অভিনবত্ব যোগ করলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ পুরসভার প্রশাসক ইন্দ্রজিৎ ধর। পুরবাসীরা যাতে সমস্ত পরিষেবা ঠিকমতো পান তার খবরাখবর নিতে নিয়ম করে প্রতিদিন সাতসকালে শহরের অলিগলি চষে বেড়াচ্ছেন। তাঁর ‘গুড মর্নিং পুরবাসী’ সাড়া ফেলেছে সারা জেলায়। অগাস্টের শুরু থেকেই প্রতিদিন সকালে হাজির হচ্ছেন মানুষের দুয়ারে। সবাইকে সুপ্রভাত জানিয়ে যে কোনও প্রয়োজনে নির্দ্বিধায় পুরবাসীরা যাতে পুরভবনে আসেন, তার অনুরোধ করছেন সবার সামনে। পুর পরিষেবা নিয়ে কারও ছোটখাটো সমস্যা থাকলে জায়গায় দাঁড়িয়েই সমাধান করে দিচ্ছেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা লিখে নিচ্ছেন ডায়েরিতে। তুফানগঞ্জ শহরকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় তার পরামর্শও চাইছেন। ইতিমধ্যেই নতুন পানীয় জলাধার তৈরি করে শহরের একটি অংশের প্রায় ১২০০ মানুষের পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে। বেশ কিছু কংক্রিটের রাস্তা মেরামত ও তৈরি হয়েছে। আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়েছে পুরসভা।
পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, ‘মুখ্যমন্ত্রী মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে বলেছেন, আমি তাঁর সেই আদেশ পালন করে তুফানগঞ্জকে নতুন করে সাজিয়ে তুলছি।’

Latest article