সংবাদদাতা, বারাসত : নেশা, জুয়া, সাট্টা, লোটোর মতো অসামাজিক কাজ। ফলে অতিষ্ঠ এলাকাবাসী। বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িৎগতিতে পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষে কড়া পদক্ষেপ নেওয়া শুরু হল। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডু বলেন, ‘বাণীকণ্ঠ নগর, বিজয়নগরে গোপনে অসামাজিক কাজ বাড়ছিল। আমি নিজে এবং ওয়ার্ড তৃণমূলের পক্ষ থেকে পোস্টারিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি দুষ্কৃতীদের কঠোর বার্তা দিতে চাইছি। অসামাজিক কাজ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন-গরমে পানীয় জল নিয়ে মানুষের দুয়ারে প্রশাসন
তিনি বলেন, পুলিশকেও জানানো হয়েছে। তারাও পদক্ষেপ করছে। পুরপিতার এই উদ্যোগে খুশি এলাকাবাসী। বারাসত থানা সূত্রে খবর, বিশেষ কয়েকটি জায়গায় টহলদারি বাড়ানোর পাশাপাশি অতর্কিতে তল্লাশি অভিযানও চলবে।