উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে শূন্য পদ পূরণ করতে ওয়েটিং লিস্ট থেকে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি (SSC)।
প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীকে ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ডাকতে চলেছে এসএসসি। জানা গিয়েছে, প্রায় ৫২১৭ জন চাকরিপ্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছেন। ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। আবার ২৩ ডিসেম্বর চলবে কাউন্সেলিং।
আরও পড়ুন- ব্যর্থতা সর্বস্তরে, এটাই বুঝি কৃতিত্ব!
ইতিমধ্যেই প্যানেলভুক্ত ৮ হাজার ৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে। এই সংখ্যার মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২ হাজার ৬৯।