প্রতিবেদন : ভুয়ো জব কার্ড (Fake Job Card) বাতিলের পরিসংখ্যানে বাংলাকে পিছনে ফেলে অনেক এগিয়ে বিজেপি-শাসিত রাজ্যগুলি। এ প্রসঙ্গে কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, সর্বশেষ বছরে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে বাংলায় মাত্র দুটো। ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে সংখ্যাটা ৩৪২১! তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে সংসদে গত তিন বছরের যে তালিকা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী দিয়েছেন তাতেই এই তথ্য উঠে এসেছে। তালিকায় দেখা যাচ্ছে, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য অসমে সংখ্যাটা ৭৩৪১, ছত্তিশগড়ে ৬৮৮৮, ওড়িশায় ৭৫৬৬। এই তো সব নমুনা! কিন্তু বরাদ্দ বন্ধ কেবল বাংলার! এই নিয়ে মঙ্গলবার কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এতে দুটো বিষয় প্রমাণিত। এক, বিজেপি রাজ্যগুলিতে দুর্নীতি অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু সেখানে তাদের সরকার তাই ঢালাও টাকা দিচ্ছে। আর বাংলায় অনেক বেশি স্বচ্ছতা রয়েছে৷ কিন্তু সেখানে বরাদ্দ বন্ধ।
আরও পড়ুন-এসআইআর : তৃণমূলের নেতৃত্বে প্রতিবাদে বিরোধীরা
ভুয়ো জব কার্ড (Fake Job Card) বাতিলের দৌড়ে বাংলার থেকে অনেক এগিয়ে বিজেপি-শাসিত রাজ্যগুলি। কিন্তু তারপরও বঞ্চিত বাংলা। রাজ্যে বন্ধ একশো দিনের কাজ। বিপুল অঙ্কের টাকা বকেয়া। ফল ভুগছে রাজ্যের গরিব মানুষ। তাঁদের বকেয়া মেটাতে হচ্ছে রাজ্য সরকারকে। আদালত বলছে, বকেয়া টাকা দিতে হবে। এই নিয়ে তৃণমূল সাংসদেরা যখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে প্রশ্ন করছেন, তখন বলা হছে আমরা ওই রায় খতিয়ে দেখছি। সবমিলিয়ে স্পষ্ট এই বিজেপি বাংলা-বিরোধী, এরা বাংলার গরিব মানুষের শত্রু, বাংলার মানুষের মঙ্গল এরা চায় না। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর তরফে যে উত্তর তৃণমূল সাংসদ সাজদা আহমেদ, মহুয়া মৈত্রকে দেওয়া হয়েছে, তাতে পরিষ্কার বাংলার বিরুদ্ধে তারা বঞ্চনা করছে, প্রতিহিংসা করছে, আর তাদের রাজ্যগুলিতে অনিয়ম চলছে, দুর্নীতি চলছে৷ কিন্তু তা সত্ত্বেও টাকা দিয়ে যাচ্ছে!