প্রতিবেদন : নিজের কর্মজীবনে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শাসক-বিরোধী দুই শিবিরের সদস্যদেরই সমানভাবে দেখতেন মনমোহন সিং (Manmohan Singh)৷ দুই পক্ষই তাঁকে সমান সম্মান জানানো, তাঁর পাণ্ডিত্যকে কুর্নিশ করত একবাক্যে৷ বিদায়বেলাতেও সব পক্ষের শ্রদ্ধা নিয়েই বিদায় নিতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ আগামিকাল শনিবার দিল্লিতেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যসম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সর্বত্রই তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দেশবাসী। দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু থেকেছেন স্বল্পভাষী সদা হাস্যময় পণ্ডিত মানুষটি।
বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ শুক্রবার দিনভর মনমোহন সিংয়ের মতিলাল নেহরু মার্গের বাসভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা শ্রদ্ধা জানিয়ে যান। কিছুক্ষণ পরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন সকাল থেকে দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে৷ সেই বৃষ্টি মাথায় নিয়েই সব দলের শীর্ষ নেতৃত্ব দিল্লি ছুটে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে৷
আরও পড়ুন-বছর শেষে বিরাট ঘোষণা, প্রথম শ্রেণি থেকেই চালু সেমেস্টার পদ্ধতি
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে সারা দেশে৷ এই ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷ পূর্ব নির্ধারিত সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে৷ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে শোকপ্রস্তাব গৃহীত হয়৷ সরকারের তরফে জানানো হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যসম্পন্ন হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…