পহেলগাঁওয়ে সম্প্রতি সন্ত্রাসবাদী হামলার পরে, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশজুড়ে সতর্কতা জারি করেছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগামী ৭ মে দেশজুড়ে সিভিল ডিফেন্স মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে। কেন্দ্রের বক্তব্য, সম্ভাব্য শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কায় সাধারণ মানুষকে সচেতন ও প্রস্তুত করতেই এই পদক্ষেপ।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে সাধারণ নাগরিকদের শত্রু হামলার সময় কীভাবে দ্রুত এবং সঠিক পদক্ষেপ নিতে হয়, তা শেখানো হবে। মহড়ার সময় বিভিন্ন এলাকায় এয়ার রেইড সাইরেন বাজানো হবে, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলাকা অন্ধকার করে দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ‘ক্র্যাশ ব্ল্যাকআউট’ এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঢেকে রাখার কৌশল প্রয়োগ করা হবে। পুরনো ইভাকুয়েশন পরিকল্পনাও আপডেট করে পুনরায় পরীক্ষিত করা হবে।
আরও পড়ুন: বিজেপির মুখোশ খুলে গিয়েছে : জয়প্রকাশ
এই জাতীয় মহড়ার মাধ্যমে কেন্দ্র চায় যাতে জনগণ শত্রুপক্ষের যেকোনও আক্রমণের সময় ভয় না পেয়ে সংগঠিতভাবে এবং প্রশিক্ষণ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে, এই উদ্যোগের লক্ষ্য জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো নয়, বরং সচেতনতা বৃদ্ধি করা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা গড়ে তোলা।
সকল নাগরিককে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন মহড়ার সময় স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলেন এবং কোনও গুজবে কান না দেন। নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।