সংবাদদাতা, লাভপুর : হালতু কাণ্ডের ছায়া বোলপুরে (Bolpur)। বীরভূম জেলার লাভপুরে ঋণের বোঝা বইতে না পেরে আত্মঘাতী হল দম্পতি। আমানতকারীদের চাপে পড়ে অসহায় হয়ে কীটনাশক খেয়ে নেন। বীরভূম জেলার লাভপুর থানা এলাকার বাবনা গ্রামে। মৃত দম্পতির নাম লক্ষ্মণ মুখোপাধ্যায় ও বনশ্রী মুখোপাধ্যায়। দম্পতির ছোট মেয়ে জানান, তাঁর বাবা ও মা সাঁইথিয়া আমোদপুর ও বোলপুর (Bolpur) সহ পাঁচটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। সুদসমেত সেই টাকা অনেক হয়ে দাঁড়িয়েছিল। আমানতকারীরা টাকার জন্য চাপ দিচ্ছিল। এরপর ওই বাবা-মা বিষ খান বুধবার। খবর পেয়ে লক্ষ্মণের ভাই রামগোপাল মুখোপাধ্যায় দাদা ও বউদিকে তড়িঘড়ি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই রাতেই মৃত্যু হয় ওই দম্পতির। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে। পেশায় দিনমজুর লক্ষ্মণ (৫২) কয়েকমাস আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ করতে পারছিলেন না। এই কারণে মাঝেমধ্যেই ব্যাঙ্কের লোক এসে টাকা চাওয়ার নামে অপমান করতেন। এমনকী বুধবার সকালে রিকভারি এজেন্ট এসে বাড়িতে তালা ঝোলাতে যায়। মেয়েদের সামনে এই অপমান হওয়ায় রাতের অন্ধকারে স্ত্রী বনশ্রীকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন।