শিক্ষকদের যোগ্যতার নথি আপলোডের নির্দেশ কোর্টের

এর প্রেক্ষিতে রাজ্য জানিয়েছে, সব তথ্য হাতে আনতে আরও দু’মাস সময় লাগবে। দ্রুত সেই কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে আদালত।

Must read

প্রতিবেদন : সন্তানদের যে স্কুলে অভিভাবকরা পড়াচ্ছেন সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা জানার অধিকার রয়েছে তাদের। তাই এবার থেকে বাংলা শিক্ষা পোর্টালে রাজ্য সরকারি স্কুলগুলির সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার নথি আপলোড করতে হবে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী দুই সপ্তাহের মধ্যে পোর্টালে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা সংক্রান্ত যাবতীয় নথি আপলোড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, অভিভাবকরা তাঁদের সন্তানদের যে স্কুলে পড়াচ্ছেন সে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা জানার অধিকার রয়েছে তাঁদের। সেই কারণেই পোর্টালে শিক্ষক-শিক্ষিকাদের যাবতীয় নথি আপলোড করতে হবে।

আরও পড়ুন-স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা

এর প্রেক্ষিতে রাজ্য জানিয়েছে, সব তথ্য হাতে আনতে আরও দু’মাস সময় লাগবে। দ্রুত সেই কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও কলকাতা হাইকোর্টের তরফে শিক্ষা দফতরের ডিজিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের তরফে সেই মর্মে কাজও শুরু হয়েছে। কিন্তু সেই কাজে গতি আনতে হবে বলে এদিন জানায় আদালত। দেখা গিয়েছে, বহু শিক্ষক চার-পাঁচ বছর ধরে চাকরি করছেন, কিন্তু কোনওরকম নিয়োগপত্র নেই। তাই আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানার দরকার।

Latest article