প্রতিবেদন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে কু-কথা বলা ও হুমকি দেওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়েছিল। মামলাটি (Diamond Harbour Case) প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে যায়। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে হেফাজতে অত্যাচারের অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে জানান আইনজীবী সঞ্জয় বসু। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করাই উদ্দেশ্য ছিল।
আরও পড়ুন- পর্বতারোহীদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা জম্মু-কাশ্মীর পুলিশের