দোহা, ২৪ নভেম্বর : খেলল কানাডা, জিতল বেলজিয়াম! বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচে গতবারের সেমিফাইনালিস্টরা ১-০ গোলে হারিয়েছে কানাডাকে। তবে জিতলেও গোটা ম্যাচে কানাডার ফুটবলাররা চাপে রেখেছিলেন বেলজিয়ামকে। বিশেষ করে, খেলার ১০ মিনিটে কানাডার আলফান্সো ডেভিসের পেনাল্টি বেলজিয়াম গোলকিপার থিবো কুর্তোয়া না বাঁচালে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এ ছাড়া নব্বই মিনিট জুড়ে কুর্তোয়া ছিলেন দুর্ভেদ্য।
আরও পড়ুন-মেসি বনাম ওচোয়া ম্যাচের আগে গন্ডগোল সমর্থকদের
বেলজিয়াম গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থরা। ম্যাচের সেরা কেভিন ডি’ব্রুইনের প্রতিক্রিয়া, ‘‘ম্যাচের সেরা হওয়ার মতো ফুটবল খেলেছি বলে মনে হয় না। বরং এই ট্রফিটা থিবো পেতে পারত।’’ কোচ রবের্তো মার্টিনেজের বক্তব্য, ‘‘নিজেদের সেরা খেলাটা না খেলেও ম্যাচ জিতেছি। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে কোচ হিসেবে খুশি নই। আরও উন্নতি করতে হবে।’’ এদিকে, কুর্তোয়া ম্যাচের পর বান্ধবীকে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন। কাতার প্রশাসনের নির্দেশ অনুযায়ী, প্রকাশ্যে চুমু খাওয়া গুরুতর অপরাধ। জয়ের আনন্দে সেই আইন ভাঙালেন বেলজিয়াম গোলকিপার।