জাতীয়

পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে কোভ্যাকসিনেও, বলছে গবেষণা

প্রতিবেদন: শুধু কোভিশিল্ড নয়, সংশয়ের আঙুল কোভ্যাকসিনের দিকেও। দিন কয়েক আগেই কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর প্রকাশ্যে আসতে রীতিমতো দেশজুড়ে হইচই শুরু হয়েছে। কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিনেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এবার এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকরা স্বাস্থ্য সমস্যাগুলিকে এইএসআই বলে অভিহিত করেছেন। রিপোর্টে দাবি করা হয়েছে, ভ্যাকসিনেরও যথেষ্ট ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধক এজেডডি১২২২-র ভারতে যা কোভিশিল্ড নামেই পরিচিত তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এই টিকা নিয়ে বহু মানুষের ক্ষতি হয়েছে, এমনকী প্রাণহানিও ঘটেছে। যার জেরে একাধিক মামলাও হয়। এরপরেই প্রতিষেধকটি বাজার থেকে তুলে নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। এবার কোভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠল। গবেষকদের দাবি, কোভ্যাকসিন টিকা গ্রহণকারীদের প্রতি তিনজনের মধ্যে একজনের শরীরে কোনও না কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। গবেষকরা ৬৩৫ জন কিশোর ও ২৯১ জন প্রাপ্তবয়স্কদের উপর টানা এক বছর ধরে নজরদারি চালিয়েছিলেন। গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, মোট ৯২৬ জনের মধ্যে ৫০ শতাংশের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘অ্যাডভার্স ইভেন্ট অব স্পেশাল ইন্টারেস্ট’ এএসআই বলা হয়।

আরও পড়ুন-নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার নির্দেশ দূতাবাসের, ভারতীয় পড়ুয়াদের উপর হামলা কিরগিজস্তানে

এছাড়াও মহিলাদের মধ্যে ঋতুস্রাবজনিত নানা জটিলতা দেখা গিয়েছে। পাশাপাশি ৯২৬ জনের মধ্যে ৫০ শতাংশের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। গবেষকরা আরও দাবি করেছেন, কোভ্যাকসিন নেওয়ার পর ৪.৬ শতাংশ মেয়ের ঋতুস্রাবের সমস্যা দেখা দিয়েছে। প্রাপ্ত বয়স্কদের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। এদের প্রত্যেকেরই ডায়াবেটিস ও তিনজনের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ২.৭% অংশগ্রহণকারীদের চোখ সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে এবং ০.৬% এর মধ্যে থাইরয়েডের ঘাটতি পাওয়া গিয়েছে। এছাড়াও গবেষকেরা জানিয়েছেন, সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৬৩৫ জন নাবালক এবং ২৯১ জন প্রাপ্তবয়স্ক। ২০২২ থেকে ২০২৩-এর অগাস্ট মাস পর্যন্ত এই সমীক্ষা করা হয়।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

35 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago