পূর্ব বর্ধমানে প্রচারে করোনা সচেতনতা

Must read

চন্দন মুখোপাধ্যায়, কাটোয়া :‌ পুরভোটের প্রচারে দেওয়াল লিখনে করোনা–‌সচেতনতা এনে সামাজিক দায়বদ্ধতা দেখাল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও শহর তৃণমূল সভাপতি শুভ্রা রায়দের কথায়, ‘‘মানুষের জীবন আমাদের কাছে সবথেকে বড়। তাই দেওয়াল লিখনে কর্মীরা অতিমারি সম্পর্কে সচেতনতার বার্তা দিচ্ছেন।’’ জেলার ছ’টি পুরসভা— বর্ধমান, কাটোয়া, মেমারি, কালনা, দাঁইহাট ও গুসকরায় নির্বাচন হবে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন, বহু জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে। প্রতিটি পুর এলাকায় নেতা–‌কর্মীদের নিয়ে বৈঠকে প্রচার ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। মাথার উপর মুখ্যমন্ত্রী রয়েছেন। তাঁকে দেখেই মানুষ ভোট দেবেন। প্রার্থী বাছাইয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতা–‌কর্মীদের (Trinamool Congress) মতামতকে প্রাধান্য দেওয়া হবে। বাকিটা ঠিক করবে রাজ্য নেতৃত্ব। ওয়ার্ডপিছু তিনজনের নাম পাঠানো হবে।

Latest article