সংবাদদাতা, পুরুলিয়া : লাফিয়ে লাফিয়ে বাড়ছে জেলা-সহ পুরুলিয়া শহরে করোনা সংক্রমণের হার। উদ্বেগজনক গ্ৰাফ দেখে চিন্তায় প্রশাসন। নববর্ষের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৪। গত পাঁচ দিনে গ্রাফ ঊর্ধ্বর্মুখী হতে হতে বৃহস্পতিবার সকালে দাঁড়িয়েছে ৩৩৮-এ। শুধুমাত্র পুরুলিয়া শহরেই সংখ্যাটা ৯৫।
আরও পড়ুন-বঙ্গ বিজেপিতে নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহত, দল ছাড়লেন প্রাক্তন রাজ্য সভানেত্রী
তবে আশ্বস্ত হওয়ার মতো তথ্য হল, সংক্রমণ বাড়লেও জেলায় দীর্ঘদিন করোনায় কারও মৃত্যু হয়নি। এই পরিস্থিতিতে সংক্রমিতদের বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া ছাড়াও পথে নেমে দিনভর সচেতনতার প্রচার করে করোনা সামাল দিতে বৃহস্পতিবার পুরুলিয়া শহর পাক খেলেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান নবেন্দু মাহালি ও অন্য সদস্যরা।নবেন্দু বলেন, শহরে যাঁরা সংক্রমিত হয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়ি গিয়ে রসদ পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসন মানুষকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে প্রচার চালাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখে শহরে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থাও তৈরি রাখা হয়েছে।