এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023) ধুমধাম করে শুরু হয়েছে। এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে দুঃসংবাদ সামনে এল।
আরও পড়ুন-‘একবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে’, পরিদর্শন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আইপিএল ২০২৩-এ করোনা আক্রান্ত হলেন একজন তারকা ক্রিকেটার। জানা গেল তিনি করোনা পজিটিভ। আইপিএল ২০২১- এর সময় করোনার জেরে মাঝপথে খেলা স্থগিত করা হয়েছিল। বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-তারকেশ্বর মন্দির পুজো দিতে এসে তীর্থযাত্রীর মৃত্যু
জানা গিয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার এবং বিখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া করোনা পজিটিভ। আকাশ চোপড়া নিজেই তার সংক্রমণের কথা জানিয়েছেন। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে জানান করোনার কারণে তিনি আইপিএল ২০২৩-এ কয়েকদিন ধারাভাষ্য করতে পারবেন না। এদিন তিনি লেখেন, ‘ব্যঘাতের জন্য দুঃখিত। কোভিড আবার আঘাত করেছে। কয়েকদিন কমেন্ট্রি বক্সে দেখা হবে না। গলার অবস্থা খারাপ। লক্ষণগুলি হালকা।’
আরও পড়ুন-‘এরা বোঝে না, বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না’ সভা থেকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই। যদিও আইপিএল কর্তৃপক্ষ এটা সেভাবে গুরুত্ব দিচ্ছে না।