কোভিড আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি বেসরকারি হাসপাতালে

গায়ে ব্যথা এবং হালকা জ্বর হয় বিদ্যুৎমন্ত্রী। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ।

Must read

কলকাতা পুরসভার পর এবার করোনা থাবা বসালো রাজ্য মন্ত্রিসভায়। কোভিড (Covid) আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। মৃদু উপসর্গ নিয়ে এই মুহূর্তে তিনি ভর্তি হয়েছেন উডল্যান্ডস হসপিটালে। করোনা হওয়ায় সম্প্রতি সেই কেবিনে ভর্তি ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসপাতাল সূত্রে খবর, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে তাঁকে।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথীতে উপকৃত ২ লাখ

গায়ে ব্যথা এবং হালকা জ্বর হয় বিদ্যুৎমন্ত্রী। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। এরপরই উডল্যান্ডসে ভর্তি হন অরূপ। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। এই কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে দেয় না। সাধারণত মৃদু উপসর্গ এবং উপসর্গহীনদের এই ককটেল অ্যান্ডিবডি দেওয়া হয়।সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Latest article