প্রতিবেদন : কোনওভাবেই যেন করোনা সংক্রমণের উপর রাশ টানা যাচ্ছে না। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার নতুন করে আক্রান্তের সংখ্যা আরও ৯ শতাংশ বেড়েছে। ফলে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। বেড়েছে পজিটিভিটির হারও। শুক্রবার সকালে দেশে পজিটিভিটির হার বেড়ে হয়েছে ১৭.৯৪ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার বেড়ে হয়েছে ১৬.৫৭ শতাংশ।
আরও পড়ুন-উইল না করলেও বাবার সম্পত্তিতে অধিকার মেয়েদের
সাধারণ করোনার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রকের সবচেয়ে উদ্বেগের কারণ অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৮২৫ জন। বৃহস্পতিবারের তুলনায় সংখ্যাটা ৯৪ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৭৭৭ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অবশ্য বৃহস্পতিবারের তুলনায় বেশ খানিকটা বেড়েছে।
আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে রাত ১০টার পর জোরে কথা নয়, বন্ধ রাখতে হবে আলোও, নয়া নির্দেশ রেল বোর্ডের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, করোনা রুখতে সরকার টিকাকরণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত দেশে ১৬০ কোটি ৪৩ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। শেষ ২৪ ঘণ্টায় দেশে ১৯ লক্ষ ৩৫ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি মাসের ২৩ তারিখের মধ্যেই দেশে করোনার সংক্রমণ শীর্ষে পৌঁছবে।