এবার সুপ্রিম কোর্টে

করোনার হাত থেকে ছাড় পেল না কড়া সুরক্ষিত এলাকা সুপ্রিম কোর্টও।

Must read

করোনার হাত থেকে ছাড় পেল না কড়া সুরক্ষিত এলাকা সুপ্রিম কোর্টও। রবিবার জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের চার শীর্ষ স্থানীয় বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে শুধু বিচারপতিই নন, করোনা আক্রান্ত হয়ে বা আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে সুপ্রিম কোর্টের ১৫০ জনেরও বেশি কর্মী হোম আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন-করোনায় আক্রান্ত হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি মাসের ৪ তারিখে অবসর নিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি আর এস রেড্ডি। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ওই সংবাদসংস্থা আরও জানিয়েছে, আক্রান্ত চার বিচারপতি হোম আইসোলেশন রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরও হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

Latest article