ব্যুরো রিপোর্ট : বছর দুয়েক পরে ধীরে ধীরে ছন্দে ফিরছিল জনজীবন। কিন্তু ফের করোনার চোখরাঙানি। পরিস্থিতি সামাল দিতে আবার জারি সরকারি নিষেধাজ্ঞা। যার জেরে কোভিড বিধি মেনে বন্ধ করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলি। জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, বিনোদন পার্ক বন্ধ রাখার কথাও বলা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পাহাড়-ডুয়ার্সে আসেন বহু পর্যটক।
আরও পড়ুন-তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল
গরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়ায় পর্যটন কেন্দ্রে অনেক পর্যটক এসে ভিড় জমিয়েছিলেন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। কিন্তু বিধিনিষেধ চালু হওয়ায় নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদেরও। বক্সা-জয়ন্তীতে পর্যটকদের প্রবেশ বন্ধ। সেখানের রিসর্ট, হোম স্টেগুলিতেও ছিলেন পর্যটকরা। ব্যবসায়ীরাও আশার আলো দেখেছিলেন। কিন্তু ফের সব বন্ধ। তবে প্রশাসন করোনা মোকাবিলায় প্রস্তুত। দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে সবকিছুই, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।