Municipal Election: পুরনির্বাচনে কমিশনের অগ্রাধিকার কোভিড বিধিতে

Must read

প্রতিবেদন : বিগত বিধানসভা নির্বাচনের মতো করোনা আবহেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দুই পুরসভার নির্বাচন (Municipal Election)। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার পাশাপাশি কোভিড বিধি (Covid Protocol) মেনে ভোট করানো রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) এবং সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কমিশন। করোনা বিধি মেনে ভোট করার পন্থা নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন কমিশন কর্তারা। সেখানে উঠে আসা সিদ্ধান্তগুলি ইতিমধ্যেই গাইডলাইন হিসেবে প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমাতে বুথের পুনর্বিন্যাস সহ বিভিন্ন পন্থার কথা উল্লেখ করা রয়েছে সেখানে।

কমিশন জানিয়েছে, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের মতোই পুরভোট (Municipal Election) করানো হবে। একেকটি বুথে বারোশোর বেশি ভোটার রাখা হবে না। করোনাকালে দূরত্ববিধি মানতেই এই ব্যবস্থা। এছাড়া ওই বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, নিজেদের ওয়ার্ডেই যাতে ভোট দিতে পারেন ভোটাররা তার ব্যবস্থা করা হবে। যদি একান্তই কোনও ওয়ার্ডে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা না যায়, তবে বিকল্প কেন্দ্রটি খুব বেশি দূরে রাখা হবে না। পাশাপাশি প্রতিটি বুথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে প্রত্যেকটি বুথ স্যানিটাইজেশন করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মতোই পুরসভার ভোটেরও প্রচার শেষ হবে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে।

আরও পড়ুন-Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ জরিমানায় নজির

অন্যদিকে ভোটার তালিকা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ওই তালিকা অনুযায়ী ভোট হবে। তবে এও বলা হয়েছে, পুরভোটের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত বিশেষ অনুমোদনের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া যাবে। আগেই জানা গেছে যে, ইভিএম- এর মাধ্যমেই পুরনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। তবে বিধানসভা বা লোকসভা নির্বাচনের মতো ইভিএমে ভিভি প্যাট থাকছে না।

Latest article