শিয়ালদহ স্টেশন চত্বরে শুরু হল করোনা পরীক্ষা

Must read

প্রতিবেদন : করোনা আবহে শর্তসাপেক্ষে বিধি মেনে গঙ্গাসাগর মেলা আয়োজন করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে দলে দলে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন শহরে। শনিবার সকাল থেকে পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) চালু হলো করোনা পরীক্ষা শিবির। এই শিবিরে প্রয়োজনে করোনা পরীক্ষা করাতে পারবেন শিয়ালদহে আগত পূণ্যার্থীরা। এই সেকশনের নিত্যযাত্রীরা করোনা পরীক্ষা করাতে পারবেন এখান থেকে। কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার যে ট্রনজিট ক্যাম্প করা হয়েছে, সেখানে এর মধ্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। সেখানেও কয়েকজন করোনা রোগী পাওয়া গিয়েছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা সুষ্ঠু ভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব ব্যাবস্থাই নিচ্ছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন: বাঙুর, লেকটাউন ও বাগুইআটিতে ছড়াচ্ছে করোনা

Latest article