করোনার চিকিৎসায় ব্যবহার করা যাবে না হাইড্রক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন। শুক্রবার আইসিএমআর এই নির্দেশের কথা জানিয়েছে। এদিন আইসিএমআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই দুটি ওষুধ করোনার বিরুদ্ধে কার্যকরী বা এই দুই ওষুধের প্রয়োগে মৃত্যুর হার কমছে এমন কোনও প্রমাণ মেলেনি। সে কারণেই এই দুই ওষুধ করোনার চিকিৎসায় বন্ধ রাখার সিদ্ধান্ত।
আরও পড়ুন-ইতিহাস গড়ে সেনসেক্স পার করল ৬০ হাজারের গণ্ডি
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও এই দুটি ওষুধ ব্যবহার বন্ধ রাখার কথা জানিয়েছিল। সে সময় অবশ্য আইসিএমআর সরকারের সঙ্গে সহমত হয়নি। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছিল হু।