টিকা : অভিনব উদ্যোগ হাবড়া পুরসভার

Must read

প্রতিবেদন : হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jotipriyo Mallik) নির্দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য কর ছাড়ের অভিনব উদ্যোগ নিল হাবড়া পুরসভা। করোনার দ্বিতীয় ডোজ নিতে অনীহা হাবড়াবাসীর, তাই উত্তর ২৪ পরগনা হাবড়া পুরসভা (Habra Corporation) প্রথম থেকেই বিভিন্ন অভিনব ভাবনা ভেবেছে। এবারে মানুষকে আগ্রহী করতে ট্যাক্স ছাড়ের ঘোষণা করলেন হাবড়া মুখ্য পুরপ্রশাসক নারায়ণ চন্দ্র সাহা। আগামী এপ্রিল মাসের মধ্যে হাবড়া পুরসভার (Habra Corporation) নাগরিকরা সপরিবারে যদি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেন তাহলে তাঁদের ২৫ শতাংশ করছাড় দেওয়ার ঘোষণা করলেন তিনি।  নারায়ণবাবু জানান, এক লক্ষ বারো হাজার মানুষ প্রথম ডোজ নিয়েছেন। কিন্তু প্রায় কুড়ি শতাংশ মানুষ সেকেন্ড ডোজ নিতে আগ্রহ প্রকাশ করছেন না। তাঁদের আগ্রহী করে তোলার জন্য এই অভিনব উদ্যোগ।

Latest article