বড়বাজার পরিদর্শনে সিপি

শহরে রামনবমীর (Ramnavami) উৎসবের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ (Kolkata Police)।

Must read

প্রতিবেদন : শহরে রামনবমীর (Ramnavami) উৎসবের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) রামনবমীর ব্যবস্থাপনা নিয়ে শীর্ষস্তর থেকে বিভিন্ন থানাস্তরেও বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে সদলবলে বড়বাজার চত্বর পরিদর্শন করেন সিপি।

আরও পড়ুন-র‍্যাঙ্ক জাম্প ১২১২, ওএমআর অসঙ্গতি ৪০৯১, মোট ৫৩০৩, তাহলে ২০,৪৫০ চাকরি গেল কেন?

ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়-সহ অন্য উচ্চপদস্থ কর্তারা। বড়বাজারের নিরাপত্তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন নগরপাল। রামনবমী যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত হয়, তার জন্য সতর্ক করেন সাধারণ মানুষকে।

Latest article