প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আজ বৃহস্পতিবার, দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল ও নিউমোনিয়া হয়েছিল।

Must read

৭২ বছরে প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে নয়া দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার, দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল ও নিউমোনিয়া হয়েছিল।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক, আন্দোলনকারীদের চিঠি দিয়ে জানাল নবান্ন

গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। ৫ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। বুধবার রাতে এইমস-এর চিকিৎসকরা জানান সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক তবে স্থিতিশীল আছে। ইয়েচুরি অক্সিজেন সাপোর্টের অধীনে ছিলেন এবং চিকিৎসকদের একটি মাল্টিডিসিপ্লিনারি দল তাঁর প্রতিমুহূর্তের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। সেই সময় তাঁর অবস্থা “সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল” হিসাবে জানানো হয়।

আরও পড়ুন-নেপালি মহিলাকে চাকরির লোভ দেখিয়ে যৌ.ন নিগ্রহের অভিযোগ উত্তরপ্রদেশের পিলভিটে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে জানান, ”সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণে আমি দুঃখিত। আমি জানি তিনি প্রবীণ সংসদ সদস্য ছিলেন এবং তার মৃত্যু জাতীয় রাজনীতির জন্য একটি বড় ক্ষতি। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”

 

আরও পড়ুন-আরজি কর মেডিক্যালে ব্যাগ ঘিরে বোমাতঙ্ক

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ”প্রবীণ CPI(M) নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর শুনে আমি দুঃখিত। আমাদের রাজনৈতিক মতাদর্শে অমিল থাকলেও গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি বিরোধী বৈঠকে তাঁর সাথে আমার আলাপচারিতার সৌভাগ্য হয়েছিল। তাঁর সরলতা, জননীতি সম্পর্কে গভীর উপলব্ধি এবং সংসদীয় বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি সত্যিই অসাধারণ। তার পরিবার, বন্ধু এবং স্বজনের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁম শান্তি!”

 

 

Latest article