কথা কাটাকাটি দিয়ে শুরু হাতাহাতিতে শেষ। প্রকাশ্যেই এবার বামেদের কোন্দল। সিপিএমের (CPIM) অন্দরে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ আরও একবার। নতুন কমিটি গঠন নিয়ে সম্মেলনের মাঝেই প্রথমে শুরু হয় বাকবিতণ্ডা এবং তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সিপিএমের টালিগঞ্জ এরিয়া-২ কমিটির সম্মেলনের এই অশান্তি কোনমতে সামাল দেন জেলা কমিটির নেতৃত্ব।
আরও পড়ুন-কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ, বড় সাফল্য এসটিএফের, আটক ১
নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে ভোট। এই এরিয়া কমিটির এক সদস্যকে মহিলা ঘটিত ঘটনায় দল থেকে বহিষ্কার করেছে সিপিআইএম। নেতৃত্বের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শনিবার সম্মেলনের প্রথম থেকেই পরিস্থিতি বেশ সরগরম ছিল। শেষ পর্যন্ত সেটা হাতাহাতিতে পৌঁছায়। বহিষ্কৃত নেতার প্রসঙ্গ উঠতেই সম্মেলন মঞ্চে অশান্তি শুরু হয়।
নারীকে যৌন হেনস্থার অভিযোগে ৯৮ নম্বর ওয়ার্ডের সিপিআইএমের ওই তরুণ নেতাকে বহিষ্কার করে সিপিএম। এদিন এরিয়া কমিটির সম্মেলন চলাকালীন বহিষ্কৃত নেতার বিরুদ্ধে যে দুই মহিলা অভিযোগ করেছিলেন, এরিয়া কমিটির এক সদস্য গৌতম গুহ রায় তাঁদের আটক ও মারধরের দাবি তুলে ফেসবুকে লাইভ করছিলেন। পরে সেই লাইভ থেকে সরে আসেন তিনি। কিন্ত সম্মেলন চলাকালীন এই নিয়ে কথা বলেন দলের কয়েকজন।
আরও পড়ুন-হায়দরাবাদের জুবিলি হিল্সে হোটেলে বিস্ফোরণের ঘটনায় আহত বহু
এখানেই প্রশ্ন ওঠে বহিষ্কৃত একজন নেতাকে কীভাবে একজন পার্টি সদস্য সমর্থন করছেন? এরিয়া কমিটির সম্মেলন চলাকালীন দলের অভ্যন্তরীণ বিষয়ে তিনি ফেসবুক লাইভ কিভাবে করতে পারেন? গৌতম গুহ রায় ও তাঁর বিরোধী গোষ্ঠীর মধ্যে এরপরেই বাকবিতন্ডা শুরু হয়। এর মধ্যেই শুভজিৎ দাসকে মারধর করে বিভু চট্টোপাধ্যায় নামের এরিয়া কমিটির এক সদস্য। গোটা ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে লাগাতার বামেদের নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ফেসবুকে এই নিয়ে লিখলেন, ‘সিপিআইএম দলটাই সার্কাসে পরিণত হয়ে গেছে। এখন এটা পার্টি না সেক্স স্ক্যান্ডালের আঁতুড়ঘর সেটা বোঝা মুশকিল।’