জাতীয়

১২ বিধায়ক নিয়ে বাইরে থেকেই সমর্থন দেবে সিপিআইএমএল

প্রতিবেদন : দলের বিধায়ক সংখ্যা ১২। কিন্তু তারপরেও নীতীশ কুমারের নতুন সরকারকে বাইরে থেকে সমর্থন করবে সিপিআইএমএল লিবারেশন। বিজেপি বিরোধিতার স্বার্থে নয়া সরকারকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ দেবেন না এই নকশালপন্থী বাম দলের বিধায়করা। বিহারে নাটকীয় পট পরিবর্তনের পর এমনটাই জানালেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য৷ তিনি জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটের সরকারকে তাঁরা বাইরে থেকেই সমর্থন করবেন৷

আরও পড়ুন-সেপ্টেম্বরে নেট

বিজেপি-র সঙ্গে জোট ভেঙে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার৷ ইতিমধ্যেই নীতীশ কুমারকে সমর্থনের কথা জানিয়েছে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলিকে নিয়ে তৈরি মহাজোট৷ মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠক করে নীতীশের নতুন সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেন মহাজোটের নেতারা৷ উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতা দখলে ব্যর্থ হয় মহাজোট৷ কিন্তু চমকপ্রদ ফল করে সিপিআইএমএল সহ বাম দলগুলি৷ মাত্র ২৯টি আসনে লড়াই করে ১৬টিতে জয়ী হয় তারা৷ বিজেপির সঙ্গে জোট ভাঙায় নীতীশকে স্বাগত জানান লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷

আরও পড়ুন-আজ আবার কিবুর দলের ম্যাচ

তিনি এদিন বলেন, বিজেপি সারা দেশে যে আগ্রাসনের কুৎসিত রাজনীতি করছে, এটা তার বিরুদ্ধে প্রত্যাঘাত৷ দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া, উত্তরপ্রদেশের মতো বিহারকেও বুলডোজার রাজ্যে পরিণত করার যে অপচেষ্টা শুরু হয়েছিল, নীতীশ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই৷

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

20 seconds ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago