বাম আমলের চাকরি এবার সঙ্কটে, নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে দায়ের মামলা

অভিযোগ করা হয়েছে, দুর্নীতি করে অবৈধ ভাবে চাকরি পেয়েছেন তার স্ত্রী সহ কয়েক জন। দুই বাম নেতা সেই চাকরি দেওয়ার পেছনে রয়েছেন।

Must read

নিয়োগে দুর্নীতিকাণ্ডে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। চাকরি হারিয়েছেন ২৫৭৩৫ জন। সেই ইস্যুতে এখনও উত্তপ্ত রাজ্য। এই অবস্থায় বাম আমলে একটি ক্ষেত্রে নিয়োগ–দুর্নীতির অভিযোগে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা। সিপিএম আমলে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে দমদমের এক বাসিন্দা মামলা করলেন যেখানে তিনি নিজের স্ত্রী সহ আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন-গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলা, নিহত ৩৫, নিখোঁজ ৮০

অভিযোগ করা হয়েছে, দুর্নীতি করে অবৈধ ভাবে চাকরি পেয়েছেন তার স্ত্রী সহ কয়েক জন। দুই বাম নেতা সেই চাকরি দেওয়ার পেছনে রয়েছেন। সূত্রের খবর, সেই দুই বাম নেতা হলেন সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরী। তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন মামলাকারী। মামলাকারীর দাবি করেছেন ২০০৬ সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। ২০০৬ সালের নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিরা এই কাজের যোগ্য। যারা স্নাতক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন তারা এই কাজ করতে পারবেন না। কিন্তু এই ব্যক্তির স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরির জন্যে আবেদন করেছিলেন। শুধু তাই নয়, নিয়মবিরুদ্ধ নিয়োগ হয় এবং তার স্ত্রী সহ আরও কয়েক জন চাকরিপ্রার্থী দুই সিপিএম নেতার সাহায্য চাকরি পান। তিনি জানান চাকরি প্রাপক সকলেই সিপিএম–সমর্থক পরিবারের সদস্য।

প্রসঙ্গত, তিনি দুর্নীতির বিরোধিতা করে ২০১৮, ২০২২ এবং ২০২৫ সালে শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, পুলিশ-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তবে সুরাহা না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এফআইআর করার দাবিতে ও সিআইডি তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেছেন তিনি।

আরও পড়ুন-অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার ঘটনায় কেন চুপ ছিলেন? বিরোধীদের তুলোধনা দেবাংশুর

এই মর্মে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ”বাম রাম সব এক হয়ে গিয়েছে। এটা ওদের চক্রান্ত। বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আছে, বলেছিল সিপিএম জামানায় যে ১০,৩২৩ জনের চাকরি গিয়েছিল আমরা তাদের ব্যবস্থা করব। আগে সেটা করুক। শিক্ষকগুলোকে পথে বসিয়েছে। নিট পরীক্ষায় অনিয়ম, ব্যাপম কেলেঙ্কারি, বিজেপি সব রাজ্যে যে অরাজকতা করছে সেটা ঠিক হোক।”

Latest article