সুশান্ত-তন্ময়-সোমনাথ, বহিষ্কারেই মুখরক্ষা

Must read

প্রতিবেদন : তন্ময় ভট্টাচার্যের পর এবার আরও এক সিপিএম নেতার নামে উঠল যৌন নির্যাতনের অভিযোগ। ৯৮ নং ওয়ার্ডের বাম যুবনেতা সোমনাথ ঝায়ের (Somnath jha) বিরুদ্ধে দলেরই দুই তরুণী সদস্য টালিগঞ্জ-২ এরিয়া কমিটি ও কলকাতা জেলা কমিটির কাছে চিঠি দিয়ে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। অভিযোগ পেয়ে বুধবারই মুখ রক্ষায় ওই যুবনেতাকে (Somnath jha) দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, দলের মধ্যেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এখন তাঁরা বুঝবেন দলীয় স্তরে মিটিয়ে নেবেন নাকি আইনি ব্যবস্থা নেবেন। সিপিএম দ্রোহের কথা বলে, আর তাঁদের লোকেরাই এইসব করে বেরাচ্ছে। একদিকে আপনারা কুরুচিকর কাজ করবেম, অন্যদিকে সাধু সেজে মানুষকে ভুল বোঝাবেম? যৌন হেনস্থায় অভিযুক্ত ওই বামনেতাকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামতেও দেখা গিয়েছিল। এদিকে, শ্লীলতাহানিতে অভিযুক্ত বামনেতা তন্ময় ভট্টাচার্যকে বুধবার জেরা করে বরানগর থানা। ৯ নভেম্বর তাঁকে ফের তলব করা হয়েছে। একই সঙ্গে শনিবার তাঁকে তলব করেছে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি।

আরও পড়ুন- আরজি কর : আরও এক মিথ্যাচার প্রকাশ্যে

Latest article