প্রতিবেদন : এবার কী বলবেন বামনেতা সুজন চক্রবর্তী! তাঁর পরিবারের কমপক্ষে ১৪ জনের চাকরি পাওয়ার তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে ফের নিশানায় এই বামনেতা। শুরুটা হয়েছিল তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজের চাকরির নিয়োগপত্র নিয়ে। তারপর সামনে আসে বাম জমানার মন্ত্রী সুভাষ চক্রবর্তী ও তাঁর সিএ-কে এক অনুগত কমরেডের চাকরির জন্য লেখা চিরকুটের সুপারিশপত্র। সামনে আসার পর যা স্বীকারও করে নেন সুজনবাবু। এবার সামনে এল আরও ভয়ঙ্কর তথ্য।
আরও পড়ুন-ক্রনোলজি বুঝিয়ে অভিষেক বললেন, দিল্লিতে ‘শাহি’ সাক্ষাতেই তৈরি অশান্তির ব্লুপ্রিন্ট
সিপিএম জমানায় চাকরি পাওয়া সুজনের পরিবারের ১৪ জনের তালিকা এবার ঘুরছে হাতে হাতে। চমকে ওঠার মতো তালিকা। চাকরির তালিকায় কে নেই সুজনবাবুর পরিবারের! শ্যালক থেকে শ্যালিকা, ভায়রা থেকে বোন— সবাই। যা দেখে নেটিজেনদের কটাক্ষ, এবার সুজন চক্রবর্তীর নাম পাল্টে হোক চিরকুট চক্রবর্তী! সেই ভাইরাল তালিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, সুজনদাকে ঘিরে আবার একটি তালিকা ঘুরছে। সিপিএম সূত্রেই এসেছে। একটি গণশক্তির চাকরি, বাকি অন্য চাকরি। গণশক্তিতেও কি সাধারণ কমরেডদের বদলে নেতার আত্মীয় ঢুকবেন?
আরও পড়ুন-‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার এবার গুজরাতেই
যাক গে, তালিকাটা ঠিক না ভুল জানি না। যদি ঠিক হয়, তদন্তের কথা উঠবে। যদি ভুল হয়, সুজনদা তালিকাটা ঠিক করে দিন, আমি পোস্ট করে দেব বা সংশোধন করে দেব। এসব তালিকা ঘুরে বেড়ানো ভয়ানক রোমাঞ্চকর। তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা হলেন সুজনবাবুর শ্বশুর শান্তিময় ভট্টাচার্য, বড় ভায়রা অমিতাভ সেন, বড় শ্যালিকা ছবু ভট্টাচার্য, বড় শ্যালিকার ছেলে, মেজ ভায়রা বাবু গুপ্ত, মেজ শ্যালিকা নন্দিনী ভট্টাচার্য, স্ত্রী মিলি চক্রবর্তী, সেজ শ্যালিকা মৌমিতা ভট্টাচার্য, ছোট ভায়রা দেবাশিস ভট্টাচার্য, ছোট শ্যালিকা সম্পূর্ণা ভট্টাচার্য, তিন বোন উমা চক্রবর্তী, সঞ্চিতা চক্রবর্তী ও সুপর্ণা চক্রবর্তী।