সিপিএম নেত্রীর হুমকি, কেরলে রহস্যমৃত্যু আমলার

নির্মম সিপিএম। পার্টির পঞ্চায়েত সমিতির সভাপতির হুমকি এবং তীব্র অপমানজনক মন্তব্যের পরেই কেরলে রহস্যজনকভাবে মৃত্যু হল এক আমলার।

Must read

প্রতিবেদন: নির্মম সিপিএম। পার্টির পঞ্চায়েত সমিতির সভাপতির হুমকি এবং তীব্র অপমানজনক মন্তব্যের পরেই কেরলে রহস্যজনকভাবে মৃত্যু হল এক আমলার। নিজের বাসভবনেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বিদায়ী অতিরিক্ত জেলাশাসকের। অভিযোগ, সিপিএম নেত্রীর হুমকি এবং অপমানজনক মন্তব্যে চরম মানসিক আঘাত পেয়েছিলেন ওই আমলা। তারই পরিণতিতে এই মৃত্যু। অতিরিক্ত জেলাশাসকের ফেয়ারওয়েল অনুষ্ঠানেও তাঁর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করতে ছাড়লেন না কেরলের এক সিপিএম নেত্রী।

আরও পড়ুন-শতবর্ষে মিলল জুতো, প্রথম এভারেস্ট জয়ী কে?

সোমবার আমন্ত্রণ ছাড়াই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আচমকাই হাজির হয়ে যান পঞ্চায়েত সভাপতি পিপি দিব্যা। তারপরে সবার সামনেই বিদায়ী অতিরিক্ত জেলাশাসককে তীব্র কটাক্ষ করলেন। অপমানজনক মন্তব্যও ছুঁড়ে দিলেন। আর সেই অপমান সহ্য করতে না পেরে বাসভবনে ফিরে এলেন অতিরিক্ত জেলাশাসক নবীন বাবু। কিছুক্ষণ পরেই পাওয়া গেল তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুরে। অভিযোগ, অপমান সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছেন বিদায়ী অতিরিক্ত জেলাশাসক। এই ঘটনায় তীব্র ধিক্কার উঠেছে সিপিএমের বিরুদ্ধে।

আরও পড়ুন-নয়ডার স্কুলে যৌননির্যাতন তিন বছরের শিশুকে

পাল্লিকুন্নুতে অতিরিক্ত জেলাশাসক হিসাবে কর্মরত ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁকে বদলির নির্দেশ আসে পাথানামতিত্থাতে। সেই উপলক্ষ্যেই বিদায় সংবর্ধনার আয়োজন করেছিলেন তাঁর সহকর্মীরা। কিন্তু বিনা আমন্ত্রণে সেই অনুষ্ঠানে হাজির হয়ে জেলাশাসকের উপস্থিতিতে এভাবে যে অতিরিক্ত জেলাশাসককে অপমান করে নিজের গায়ের জ্বালা মেটাবেন সিপিএম নেত্রী, তা কেউ কল্পনাও করতে পারেনি। আচমকা এই ঘটনায় হকচকিয়ে যান সকলে। সিপিএম নেত্রীর অভিযোগ, একটি পেট্রোলপাম্প তৈরির ছাড়পত্র দেননি অতিরিক্ত জেলাশাসক। পরে জানা যায়, বৈধতা খতিয়ে দেখেই শেষপর্যন্ত ছাড়পত্র দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। প্রশ্ন উঠেছে, তারপরেও ফেয়ারওয়েলে বিনা আমন্ত্রণে হাজির হয়ে কোন অধিকারে তাঁকে অপমান করলেন সিপিএম নেত্রী?

Latest article