নেতাজিকে অপমান, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সিপিএমকে

মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে বাংলাবিরোধী, বাঙালিবিরোধী সিপিএম। প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাদের।

Must read

প্রতিবেদন : মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে বাংলাবিরোধী, বাঙালিবিরোধী সিপিএম। প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাদের। মঙ্গলবার এই দাবি তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বেআইনিভাবে গড়ে ওঠা ক্লাব, দোকান ভেঙে দিল পুরসভা

বাম শাসিত কেরলে সরকারি পাঠ্যপুস্তকে নজরে এসেছে এক মারাত্মক ভুল। লেখা হয়েছে ব্রিটিশদের ভয়ে জার্মানিতে পালিয়েছিলেন নেতাজি। এই ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ঋতব্রত। লক্ষণীয়, কেরলের সরকারি স্কুলের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের জন্য শিক্ষকদের দেওয়া রাজ্য সরকারের হ্যান্ডবুকেই ধরা পড়েছে এই অমার্জনীয় ত্রুটি। ঋতব্রতর কথায়, বাংলা ও বাঙালিবিরোধী সিপিএমকে ধিক্কার। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সিপিএমকে। এদিকে বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে অশুভ আঁতাতের বিরুদ্ধেও এদিন সুর চড়িয়েছেন ঋতব্রত। সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ভোটচুরি নিয়ে আসলে কমিশনের কোনও জবাব নেই। মোদি-শাহ যা চাইছেন, সেটাই করছে নির্বাচন কমিশন। এটা চলতে পারে না। আমরা প্রতিবাদ করছি করব।

Latest article