সিপিএমের হার

Must read

অপ্রত্যাশিত হারের মুখোমুখি পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তিনিই কেরলের মুখ্যমন্ত্রী, সিপিএমের (CPM) সর্বেসর্বা। তবু থ্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফিকে হয়ে গেল লাল। বিশিষ্ট চিকিৎসক জে জোসেফকে প্রার্থী করেছিল সিপিএম (CPM)। তাঁকে হারিয়ে বিপুল ভোটে জিতলেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফের কংগ্রেস প্রার্থী উমা থমাস। তিনি প্রয়াত কংগ্রেস বিধায়ক পিটি থমাসের স্ত্রী। যাঁর মৃত্যুর জেরেই উপনির্বাচন হল থ্রিক্কাকারায়। নামে উপনির্বাচন হলেও মর্যাদার লড়াইয়ে সর্বস্ব বাজি রেখেছিল সিপিএম। বিজয়ন নিজে প্রচারে নেমেছিলেন। সিপিএমের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা প্রায় তাঁবু গেড়ে বসেছিলেন। তাও বিরাট বিপর্যয় এড়ানো যায়নি। অতীতের সমস্ত রেকর্ড মুছে দিয়ে ২৫ হাজারেরও বেশি ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী। বামজোটের তরফে ইঙ্গিতে এই পরাজয়ের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী বিজয়নকেই।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দুর্ঘটনা

Latest article