অভয়ার মঞ্চ ব্যবহারের রাজনীতি এসইউসিআইয়ের নিশানায় সিপিএম

আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় সুবিচার পাইয়ে দেওয়া তাদের আসল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল রাজনৈতিক স্বার্থসিদ্ধি।

Must read

প্রতিবেদন : রাজনৈতিক স্বার্থেই অভয়ার মঞ্চকে ব্যবহার করেছে সিপিএম। এতদিন তৃণমূল এই অভিযোগ তুলছিল, এবার সেই অভিযোগে সরব হল তাদেরই দোসর আর এক বামপন্থী দল এসইউসিআই। এসইউসিআইয়ের সুস্পষ্ট অভিযোগ, ক্ষমতালোভী দু’টি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভয়ার মঞ্চকে ব্যবহার করেছিল। ক্ষমতা দখলের চেষ্টাতেই তারা ঝাঁপিয়ে ছিল আন্দোলনে।

আরও পড়ুন-রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিলি পর্ষদের

আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় সুবিচার পাইয়ে দেওয়া তাদের আসল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল রাজনৈতিক স্বার্থসিদ্ধি। শুক্রবার রাজ্যে দফতরে সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সোজাসাপ্টা জানান, আরজি কর ইস্যুকে ঢাল করে তারা ক্ষমতা দখল করতে চেয়েছিল। তাঁর কথায় স্পষ্ট, সিপিএম বা বিজেপি নির্বাচনকেন্দ্রিক, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। চেয়ার পরিবর্তন আর রাজ্যকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য ছিল।

Latest article