প্রতিবেদন : ১৩ বছরের দলিত অ্যাথলিটকে ৫ বছর ধরে লাগাতার ধর্ষণ। ৬২ ধর্ষক। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ৬২ ধর্ষক। অভিযুক্তদের মধ্যে রয়েছে কিশোরীর কোচও। সিপিএমের কেরলের (Kerala) ঘটনা। ভয়ঙ্কর পাশবিক এই ঘটনা সামনে আসতেই নড়ে গিয়েছে গোটা দেশ। মুখ পুড়েছে কেরলের সিপিএম সরকারের। অজস্র প্রশ্নের মুখে পড়েও উত্তর দেওয়ার মতো জায়গায় নেই কেরলের মাতব্বর নেতারা। সরকারের তরফেও স্পষ্ট কোনও উত্তর নেই। জানা গিয়েছে, কিশোরী অ্যাথলিটের যখন ১৩ বছর বয়স তখন থেকেই ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা শুরু।
আরও পড়ুন-দিনের কবিতা
এরপর টানা পাঁচ বছর ধরে ৬২ জন মিলে লাগাতার ধর্ষণ করে গিয়েছে ওই দলিত কিশোরীকে। সম্প্রতি ঘটনা সামনে আসায় তড়িঘড়ি পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে রেখে তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, ঘটনার সূত্রপাত একটি পর্নোগ্রাফি ফুটেজকে কেন্দ্র করে। যা প্রতিবেশীর কাছে প্রথম আসে। সেখান থেকে ব্ল্যাকমেইল করা শুরু হয়। আপাতত বাকি ৪৭ জন ধর্ষককে চিহ্নিত করার কাজ চলছে। পুলিশ জানিয়েছে, ধর্ষিতা বুদ্ধি করে প্রত্যেকের ফোন নম্বর সেভ করে রেখেছে। একইসঙ্গে কিছু ছবি ভিডিও-ও রয়েছে তার কাছে। ভবিষ্যতের ডকুমেন্ট হিসেবেই সে এগুলি রেখেছিল। সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে পুলিশ। মেয়েটিকে আপাতত হোমে রাখা হয়েছে।