চ্যাম্পিয়ন্স লিগে না উঠলে ম্যান ইউ ছাড়বেন রোনাল্ডো

Must read

ম্যাঞ্চেস্টার, ১১ নভেম্বর : সবে মাত্র মাস তিনেক হল ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন। কিন্তু এরই মধ্যে মন উড়ু উড়ু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন সিআর সেভেন। যদি দল আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে সিদ্ধান্ত পাল্টাবেন। নইলে বাই বাই ওল্ড ট্র্যাফোর্ড!

পুরনো ক্লাবের ফিরে দারুণ ফর্মে রয়েছেন রোনাল্ডো। বেশ কিছু গোলও করেছেন। তবে ম্যান ইউ ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভাল জায়গায় নেই। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার সিটির কাছে বড় ব্যবধানে হার বড় ধাক্কা রোনাল্ডোর কাছে। তবে তার চেয়েও পর্তুগিজ মহাতারকা যা নিয়ে চিন্তিত, সেটা হল দলের অবস্থান।

আরও পড়ুন : দলকে তাতাতে অন্ত্যাক্ষরি শাস্ত্রীর

প্রিমিয়ার লিগের প্রথম চারটি দল আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে আবার রোনাল্ডোর নিবিড় সম্পর্ক রয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলদাতা (মোট ১৩৯টি)। এবারও ম্যান ইউয়ের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে গোটা তিনেক গোল করে ফেলেছেন তিনি। তবে দলের যা পারফরম্যান্স তাতে আগামী মরশুমে আদৌ চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তিনি পাবেন কি না, তা নিয়ে রীতিমতো সংশয়ে রয়েছেন সিআর সেভেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রোনাল্ডো নিজের ঘনিষ্ঠমহলে ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন ইউরোপা লিগের মতো দ্বিতীয় শ্রেণির টুর্নামেন্ট তিনি খেলতে আগ্রহী নন। প্রয়োজনে ক্লাব ছেডে় দেবেন। সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর ভবিষ্যৎ নির্ভর করছে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় কি না, তার ওপরে।
এদিকে, বৃহস্পতিবার রাতেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছেন রোনাল্ডো।

Latest article