সংবাদদাতা, বনগাঁ : রক্ষণাবেক্ষণে চূড়ান্ত গাফিলতি রেলের (Railway)! আর তাতেই ভোগান্তিতে যাত্রীরা। শনিবার বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেললাইনে দেখা গেল বড়সড় ফাটল। তার জেরে এদিন সকালে আটকে গেল ট্রেন-চলাচল। চাঁদপাড়া, ঠাকুরনগর-সহ একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে যায় ট্রেন। প্রায় ঘণ্টাখানেক আপ ও ডাউন লাইনে এই অচলাবস্থা থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল চোখে পড়ে রেলকর্মীদের। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট লোকাল বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় লাইন মেরামতির কাজ। তার পর থেকে আর কোনও ট্রেন-চলাচল করেনি। যাত্রীসুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন লাইনে ট্রেন-চলাচল বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের শেষদিনে এভাবে ট্রেন-বিভ্রাটের জন্য সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন- ইন্ডিয়ার মুখ হোন বাংলার মুখ্যমন্ত্রী, আওয়াজ উঠল বিরোধী জোটের শিবির থেকেই