বাজি পোড়ানো যাবে রাত ৮ থেকে ১০টা, সময়সীমা বেঁধে দিল পর্ষদ

দীপাবলির পাশাপাশি ছটপুজো, বড়দিন ও নতুন বছরের রাতে সবুজ আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Must read

প্রতিবেদন : পরিবেশ দূষণ রুখতে এবছর পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি একটি নির্দেশিকা জারি করে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আদালতের সেই নির্দেশিকা লঙ্ঘন ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। শুধু দীপাবলিই নয়, একই সঙ্গে ছটপুজো, বড়দিন ও নিউ ইয়ার্সের রাতেও আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে সমসসীমা বেঁধে দিয়েছে রাজ্য। দেশে নিষিদ্ধ শব্দবাজি।

আরও পড়ুন-বিমূর্ত

পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এবছর গ্রিন ক্র্যাকারস বা পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আতশবাজি পোড়ানো বিষয়ক একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, দীপাবলির রাতে আতশবাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। শুধুমাত্র কিউআর কোড যুক্ত আতশবাজি পোড়ানোর ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ফের ২৩৮ চাকরি দেউচায় চক্রান্তের অভিযোগ মন্ত্রীর

দীপাবলির পাশাপাশি ছটপুজো, বড়দিন ও নতুন বছরের রাতে সবুজ আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে, এবং বড়দিন ও নতুন বছরের রাতে ১১টা ৫৫ থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ৩৫ মিনিটের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই সময়সীমা লঙ্ঘন ফৌজদারি অপরাধ বলে রায় দিয়েছে শীর্ষ আদালত।

Latest article