ফের রানওয়েতে ফাটল

মেরামতের জন্য প্রায় ৮ ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। সূচি মেনে আজ বুধবার বিমান চালু হওয়ার কথা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ফের ফাটল বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে। যার জেরে মঙ্গলবার বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিমানবন্দর সূত্রে খবর, সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ রানওয়েতে ফাটল দেখা যায়। তৎক্ষণাৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় মেরামতের কাজ। জানা গিয়েছে, সকালে রানওয়েতে একটি গর্ত দেখা যায়। মোট ২৮টি বিমান ওঠানামার কথা ছিল বন্দরে। এর মধ্যে ৭টি বিমান নেমেছে। বিমানবন্দর থেকে উড়েছে ৫টি বিমান। ২১টি বিমান বাতিল হয়েছে।

আরও পড়ুন-পাচারের আগে উদ্ধার সাত হাতি, আটক ১৮

মেরামতের জন্য প্রায় ৮ ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। সূচি মেনে আজ বুধবার বিমান চালু হওয়ার কথা। ফের এই বিভ্রাটের কারণে বিপাকে পড়েন যাত্রীরা। বহু যাত্রী চিকিৎসার জন্য আসছিলেন। তাঁরা বিপদে পড়েন। বাগডোগরা বিমানবন্দরের বাইরে সকাল থেকে ঠায় দাঁড়িয়ে ছিলেন কুমার দীপক বর্মা নামে এক ব্যক্তি। বোনকে নিতে এসেছিলেন। চিকিৎসার জন্য শিলিগুড়িতে আসছিলেন। কিন্তু বাগডোগরার আকাশে বিমান চক্কর কেটে কলকাতা ফিরে যায়। যাত্রীদের কাছে টিকিট থাকার সত্ত্বেও ভিতরে ঢুকতে দেননি সিআইএসএফের নিরাপত্তারক্ষীরা বলে অভিযোগ। উল্লেখ্য, গত ১৫ মার্চ প্রথম রানওয়েতে ফাটল দেখা দেয়। ওইদিনও একই পরিস্থিতিতে পড়তে হয় যাত্রীদের। ফলে স্বাভাবিকভাবেই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

Latest article