ভবিষ্যৎ প্রজন্ম তৈরি : বিরাট

ম্যাচ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। টি- ২০ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। আরও একটা আইসিসি ট্রফি ভারতের ঝুলিতে।

Must read

দুবাই, ৯ মার্চ : ম্যাচ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। টি- ২০ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। আরও একটা আইসিসি ট্রফি ভারতের ঝুলিতে। টিভি ক্যামেরা ধরল দু’জনকে। উইকেট নিয়ে শিশুর উল্লাসে ডান্ডিয়া নাচছেন রোহিত শর্মা আর বিরাট কোহলি! দুই ভারতীয় মহাতারকার শরীরী ভাষায় সেই সময় অনাবিল তৃপ্তি ঝরে পড়ছে।
এখানেই শেষ নয়। একটু পরেই শুভমন গিলের কাঁধে হাত রেখে বিরাট জানিয়ে গেলেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত। নতুন প্রজন্ম দায়িত্ব নিতে তৈরি। রবিবাসরীয় দুবাই কি তাহলে ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক পালাবদলের মঞ্চ হয়ে রইল!
বিরাট তখন অনর্গল বলে চলেছেন, ‘‘আরও একটা আইসিসি ট্রফি জয়। অসাধারণ অনুভূতি। অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে আমরা মরিয়া ছিলাম। একঝাঁক দুর্দান্ত প্রতিভাবান তরুণদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অসাধারণ। এই ছেলেদের হাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত। ওরা দেশকে সঠিক দিকেই এগিয়ে নিয়ে যাবে। আমরা শুধু ওদের পথ দেখিয়ে দিচ্ছি। নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। ওদের জন্য দলকে এতটা শক্তিশালী দেখাচ্ছে।’’

আরও পড়ুন-পরিকল্পনা করেই নৈরাজ্য

ফাইনালে রান না পেলেও, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তিনি বলছেন, ‘‘এই সাফল্যের কৃতিত্ব গোটা দলের। কঠিন পরিস্থিতিতে আমরা একজোট হয়ে লড়েছি। দলগত ক্রিকেট কাকে বলে, সেটা আমরা এই টুর্নামেন্টে দেখিয়েছি। দলের প্রত্যেক সদস্য নিজের নিজের কাজ সঠিকভাবে করেছে বলেই আমরা আজ চ্যাম্পিয়ন। আমরা সবাই অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি। সেটাই ম্যাচে দেখা গিয়েছে।’’
ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট। তাঁর বক্তব্য, ‘‘নিউজিল্যান্ড বড় টুর্নামেন্টে আমাদের বরাবর কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ওদের দেশে প্রচুর ক্রিকেটার নেই। কিন্তু প্রতিভা কীভাবে কাজে লাগাতে হয়, সেটা ওরা জানে। ওদের মতো নিখুঁত পরিকল্পনা করে খুব কম দলকেই মাঠে নামতে দেখেছি। ওই দলে আমার খুব প্রিয় বন্ধু (কেন উইলিয়ামসন) রয়েছে। ওর জন্য খারাপ লাগছে। তবে ওদের বিরুদ্ধে এমন মনখারাপ করা গোটা দুয়েক ম্যাচ আমারও গিয়েছে। আজ আমার আনন্দ করার দিন।’’
কেরিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে বিরাট। আর কত দিন খেলবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিং কোহলি বলছেন, “যখন আপনি খেলা ছাড়ার কথা ভাববেন, তখন চাইবেন দলকে ভাল জায়গায় রেখে। আমাদের যা দল, তাতে আগামী ৮ থেকে ১০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করার জন্য তৈরি।”

Latest article