লস অ্যাঞ্জেলেস, ১৫ জুলাই : ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এই খবর নতুন নয়। মঙ্গলবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট ম্যাচের উইন্ডো বা দিনক্ষণ ঘোষণা করল আয়োজক কমিটি। ১৭ দিন ধরে অলিম্পিকে চলবে পুরুষ এবং মহিলাদের ক্রিকেট ম্যাচ। টি-২০ ফরম্যাটে খেলাগুলি হবে।
আরও পড়ুন-ক্লাব বিশ্বকাপ ট্রফি ওভাল অফিসে থাকবে, দাবি ট্রাম্পের
এদিন অলিম্পিক আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ২৯ জুলাই পর্যন্ত। ২০ জুলাই মেয়েদের এবং ২৯ জুলাই ছেলেদের পদকজয়ের ম্যাচগুলি হবে। পোমোনার অস্থায়ী একটি মাঠে অলিম্পিক ক্রিকেটের ম্যাচগুলি হবে। আগেই জানানো হয়েছিল ছ’টি করে পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করবে অলিম্পিকে। প্রতি দলে থাকবে ১৫ জন সদস্য। অর্থাৎ ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ১৮০ জন ক্রিকেটার অংশ নিতে পারবেন অলিম্পিকে। যোগ্যতা অর্জন পর্বের খেলা কীভাবে হবে, তা এখনও ঠিক হয়নি।